তুমি কি বাঁচতে চাও না তুমি নিজেকে শেষ করে দিতে চাও যদি বাঁচতে চাও তাহলে দেশ ছাড়া আর যদি না চাও তাহলে দ্বিতীয়বার জন্য প্রস্তুত হয়েছে এরকম একটা অবস্থায় একজন নিরীহ নাগরিকদের কী করার থাকে সে তো বাধ্য হয়ে দেশ ছেরে গেছে এটা জাতির জন্য দুর্ভাগ্য সে কোন দলের সদস্য নয় সে জাতীয় সম্পদ লক্ষ তরুণ উজ্জীবিত হত। এর আগে কাজটা করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী.

জাতীর এই কন্ঠটাকে যখন লোহার খাঁচায় বন্দী করে ফেলা হলো তখন আল্লাহ তা’আলা মিজানুর রহমান আজহারীর মতে একটা সম্পদের জাতিকে দান করলেন কিন্তু কপাল পুরা জাতীয় সম্পদ থেকে বেনিফিট না দিয়ে বরঞ্চ তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মারার হুমকি দিয়ে থাকে দেশতেকে বিদায় করল এটা খুবই দুর্ভাগ্যজনক।

সরকারের লোকেরা তার ব্যাপারে আজেবাজে কথা বলেনাই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনা তারা তো অনেক কথা আজেবাজে কথা বলেছেন রাশেদ বলেছেন সরকার এবং সরকারের বন্ধুবান্ধবরা 200 অনেকেই তার ব্যাপারে আজেবাজে কথা বলেছেন এখানে কথা বললেই হবে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *